• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দিরাইয়ে ‍আ. লীগের সম্মেলনে দু’গ্রুপে সংঘর্ষ, ‘স্ট্রোকে’ একজনের মৃত্যু

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২২, ১৭:১৩
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে ‍উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন। তবে পুলিশ বলছে, সংঘর্ষে নয়, বরং ‘স্ট্রোকে’ ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থলে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টা পর আবার সম্মলন শুরু হয়।

সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র মোশারফ মিয়ার নেতৃত্বে সম্মেলন শুরু হলে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে এসে কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা চেয়ার হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়। এসময় মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে একজনের মৃত্যু খবর সম্পর্কে পুলিশ বলছে, সংঘর্ষে নয়, স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,স্ট্রোক,সম্মেলন,দিরাই,সংঘর্ষ,সুনামগঞ্জ,আওয়ামী লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close